মেসিহীন বার্সেলোনার যাত্রা শুরু হচ্ছে আজ

মেসিহীন বার্সেলোনার যাত্রা শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক

স্প্যানিশ লা লিগার প্রথম ম্যাচে আজ রাত ১২টায় মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ​কিন্তু এবারের মাঠে নামা আর অন্যবারের মতো নয়। দীর্ঘদিন পর বার্সার জার্সিতে থাকছেন না লিওনেল মেসি।

 

দুই পক্ষ রাজি থাকলেও লা লিগার অর্থনৈতিক নিয়মের জন্য মেসির সাথে চুক্তি নবায়ন করতে পারে নি বার্সেলোনা।   মেসি পাড়ি জমিয়েছেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জারমেইয়ে।  

গত মৌসুমে তৃতীয় হওয়া বার্সেলোনার যাত্রা হয়তো এ মৌসুমে হতে যাচ্ছে আরও কঠিন। এ সিজনে মেসিকে ধরে রাখতে না পারলেও মেম্ফিস ডিপাই, সার্জিও আগুয়েরো, এরিক গার্সিয়ার খেলোয়াড়কে দলে নিয়েছে বার্সেলোনা।

এছাড়া মৌসুম শুরুর আগের প্রস্তুতিমূলক ম্যাচে চারটির মধ্যে তিনটিতেই  জিতেছে তারা। যার মধ্যে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের জয়ও রয়েছে।

আরও পড়ুনঃ

মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা এনজিও মালিক, ৫ লাখ টাকা কাবিনে বিয়ে


এদিকে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেও বার্সার রেকর্ড যথেষ্টই ভালো। বার্সেলোনার মাঠ থেকে সর্বশেষ ১৯৯৫ সালে ন্যু ক্যাম্পে জয় পেয়েছিলো রিয়াল সোসিয়েদাদ।

news24bd.tv/ নকিব