আফগানিস্তানের পরিস্থিতি থেকে আমাদের কি কিছু শেখার আছে

আফগানিস্তানের পরিস্থিতি থেকে আমাদের কি কিছু শেখার আছে

Other

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি থেকে আমাদের কি কিছু শেখার আছে! টানা বিশ বছরের আমেরিকান নিয়ন্ত্রণ তালেবানদের নিশ্চিহ্ন করে দেয়নি, বরং সুযোগ পাওয়া মাত্রই তারা প্রবল বিক্রমে তাদের অস্তিত্ব, শক্তি জানান দিচ্ছে।  

মার্কিনীরা উপর থেকে আফগানিস্তানে বসে ছিলো, মানুষের মন, মনন- সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে মানুষের পরিবর্তনের কাজ করেনি। ফলে কোনো কিছুই বদলায়নি।

আরও পড়ুন:


মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খানের সমবেদনা

তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা এনজিও মালিক, ৫ লাখ টাকা কাবিনে বিয়ে


জঙ্গীবাদকে কেবলমাত্র শক্তি দিয়ে দমানো যায় না।

তার জন্য সাংস্কৃতিক আন্দোলন, মননের পরিবর্তনের জন্য কাজ করতে হয়। সেই কাজটা না করলে সাময়িকভাবে নিজেদের বিজয়ী ভাবা যায় হয় তো, আখেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা থেকেই যায়।

লেখাটি শওগাত আলী সাগর- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

news24bd.tv নাজিম