চলে গেলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার

চলে গেলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার

অনলাইন ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার। স্থানীয় সময় আজ সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখ আর পুরো বিশ্ব স্তব্ধ।

জার্মানির কিংবদন্তি ফুটবলার মারা গেছেন। মুলার বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে অনেক ইতিহাস গড়েছেন। ’

বিশ্ব ফুটবলের এই মহাতারকা জার্মানির ১৯৭৪ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। শুধু তাই নয় ওই বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতা ছিলেন তিনি।

 

সেবার ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই জার্মান তারকা।

সাবেক পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার। আর ক্লাব ক্যারিয়ারে করেছিলেন ৬৫০ গোল।

এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার। ১৯৭২ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। অবশ্য ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভেঙেছিলেন।

news24bd.tv নাজিম