ইলিশে সয়লাব উপকূল

কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেদের মধ্যে প্রাণচঞ্চল

Other

ইলিশে সয়লাব উপকূল। বিশেষ করে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশের আমদানি ঘিরে ব্যাপক প্রাণচঞ্চল তৈরি হয়েছে। মাছের আকার বড় হওয়ায় দামও ভালো। এতে খুশি জেলে থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষই।

এই সাফল্যের জন্য ৬৫ দিনের নিষেধাজ্ঞাকে চাবিকাঠি হিসেবে দেখছেন মৎস্য গবেষকরা।  

মহামারিকালে এমনিতেই কাজ নেই। তার ওপর সামুদ্রিক মাছ আহরণে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞায় অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। নিষেধাজ্ঞা শেষে নিম্নচাপের কারনে আরো অন্তত ১০দিন সাগরে যেতে পারেননি জেলেরা।

তবে এখন সুদিন ফিরেছে।

গেল অন্তত এক সপ্তাহ ধরে বিপুল মাছ ধরা পড়ছে জালে। প্রতিদিন সকালে বিপুল মাছ নিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে ফিশিং ট্রলার। তোড়জোড় শুরু হয় ব্যবসায়ী ও ফরিয়াদের।  

ট্রলার মালিক ও পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন, মাছের আকার বড় হওয়ায় ভালো হচ্ছে ব্যবসা।

ইলিশের এই সাফল্যের পেছনে, সরকারের নেয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞার সবচেয়ে বড় অবদান রয়েছে বলে মনে করেন সামূদ্রিক মৎস্য জরিপ ইউনিটের বিজ্ঞানীরা।

গেল বছর কক্সবাজারে ১৫ হাজার ২৫৬ টন ইলিশ আহরণ হয়। এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার টন।

আরও পড়ুন:


প্রেম করে পালিয়ে বিয়ে, অবশেষে বুড়িগঙ্গায় মিলল গৃহবধূর লাশ

হোমিও-ইউনানি ডিগ্রিধারীরা ব্যবহার করতে পারবেন না 'ডাক্তার'

প্রথম সন্তান মেয়ে হওয়ায় খালে ফেলে দিল মা, অতঃপর…

নায়ক আমান রেজাও হলেন পরীমনির আইনজীবী


NEWS24.TV / কামরুল