নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মানের প্রতিশ্রুতি দিল তালেবানরা

নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মানের প্রতিশ্রুতি দিল তালেবানরা

অনলাইন ডেস্ক

ক্ষমতায় আসলে নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তালেবানরা। এমন প্রতিশ্রুতি দিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীর এক মুখপাত্র।

গত দশ দিনে একের পর এক প্রদেশ দখলে নিয়েছে তালেবান।   এতে নারীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে  আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যগুলো জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের চারপাশ থেকে তালেবান বিদ্রোহীরা শহরটিতে প্রবেশ করতে শুরু করেছে।

তালেবান মুখপাত্র সুহেইল শাহীন আলজাজিরাকে বলেন, আমরা জোর করে কাবুল দখল করতে চাই না। বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবেই কাবুলের নিয়ন্ত্রণ নিতে চাই আমরা।

রাজধানী কাবুল ঘেরাও করার পর তালেবান এবং আফগান সরকারের কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনা করছেন।

আজ রোববার তালেবান সেনারা আফগানিস্তানের ক্ষমতার আসন ঘিরে ফেলেছিল কিন্তু হস্তান্তরের আলোচনা চলছিল বলে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

তালেবান নেতারা তাদের যোদ্ধাদের কাবুলে সবরকমের সহিংসতা থেকে বিরত থেকে কাবুল শহরের গেটে অপেক্ষা করতে বলেছেন। কাবুলের মার্কিন দূতাবাস থেকে একের পর এক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর