অতিরিক্ত জনসমর্থন রাজনীতিকদের স্বেচ্ছাচারী করে ফেলে

অতিরিক্ত জনসমর্থন রাজনীতিকদের স্বেচ্ছাচারী করে ফেলে

Other

বিরোধী রাজনৈতিক দল চায়নি, নাগরিকদের পক্ষ থেকে দাবি উঠেনি, বরং জনমত জরীপে অধিকাংশ নাগরিকই এই মুহূর্তে নির্বাচনের বিরোধীতা করেছেন, দেশ সম্পূর্ণ করোনা মুক্ত হয়নি- তবু জাস্টিন ট্রুডো এক তরফা নির্বাচনের ঘোষণা দিলেন। তাও আবার মাত্র কয়েক সপ্তাহ সময় দিয়ে। এটি একধরনের ট্রিক্ও বটে।  

অতিরিক্ত জনসমর্থন বা জনপ্রিয়তা রাজনীতিকদের স্বেচ্ছাচারী করে ফেলে।

জাস্টিন ট্রুডোর সিদ্ধান্তে সেটি আবারও প্রমাণিত হলো।  

আরও পড়ুন:


রিলিফের কাপড়ের কাফন দিয়ে সমাহিত করা হয়েছিল বঙ্গবন্ধুকে

চলে গেলেন ফুটবল কিংবদন্তি গার্ড মুলার

আফগানিস্তানের পরিস্থিতি থেকে আমাদের কি কিছু শেখার আছে

একাধারে কাবুলে ঢুকতে শুরু করেছে তালেবান


কোভিডকালে অনাকাংখিত নির্বাচনের প্রতিবাদ জানিয়ে রাখলাম। কূটচালে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার চেষ্টা সফল হয় কী না দেখা যাক।

লেখাটি শওগাত আলী সাগর- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম