এক গাভীর দুই বাছুর প্রসব!

এক গাভীর দুই বাছুর প্রসব!

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় এক গাভী এক সঙ্গে দুই বাছুর প্রসব করেছে। রোববার উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জন্মের পর থেকেই বাছুর দুটিকে দেখতে এলাকার উৎসুক মানুষ ওই বাড়িতে ভীড় করছেন।  

গাভীর মালিক আখের আলী জানান, তিন বছর আগে তিনি গাভীটি বাজার থেকে কিনেছেন।

গত বছর গাভীটি গর্ভধারণ করে। রোববার সকালে গাভীটি প্রথমে একটি বাছুর প্রসব করে। সে সময় তার স্ত্রী ফিরোজা বেগম সেখানে ছিলেন। প্রথম বাছুর প্রসবের কিছু সময় পরই আরেকটি বাছুর প্রসব করতে দেখে তার স্ত্রী অবাক হন।
দুটি বাছুরই বকনা। জন্মের পর থেকেই বাছুর দুটি সুস্থ্য আছে এবং তারা মা গাভীটির দুধ পান করছে। এ খবর ছড়িয়ে পড়লে বাছুর দুুটি দেখতে সকাল-বিকাল মানুষ বাড়িতে ভীড় করছে। তাদের গাভী একই সঙ্গে দুটি বকনা বাছুর প্রসব করায় তারা বেশ খুশি হয়েছেন বলে জানিয়েছেন ফিরোজা বেগম।

বাছুর দেখতে আসা পাশের চিথলিয়া গ্রামের হাসান মাহমুদ বলেন, এটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটনা তিনি কখনও দেখেননি।

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন অভিমান্য চন্দ্র বলেন, এক সঙ্গে একই রকমের দুইটি বাছুর জন্মানোর ক্ষেত্রে জাইগোট ভেঙ্গে দুটি অংশে পৃথক হয়। এটি সাধারণ প্রক্রিয়া। তবে এ ঘটনা সাধারণত দেখা যায় না। এতে মালিক আর্থিকভাবে লাভবান হয়েছেন।


(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর