আমেরিকার কী ঠ্যাকা পড়েছে আফগানিস্তানে নটখট করার?

আমেরিকার কী ঠ্যাকা পড়েছে আফগানিস্তানে নটখট করার?

Other

আমার একটা জিনিস বুঝে আসেনি কোনো দিন- আমেরিকার কী ঠ্যাকা পড়েছে আফগানিস্তানে গিয়ে নটখট করার?

তাতে তার বৈষয়িক লাভটা কী? রাজনৈতিক লাভটাই বা কী? নিজের দেশের নিরাপত্তা কড়াকড়ি করে নিলেই তো হতো। পয়সাপাতি খরচা করে বছরের পর বছর অন্যের দেশে গিয়ে সন্ত্রাস দূর করবার তো কোনো মানে নেই। এরচে বরং ‘যার যার মারা সে সে খাক। ’

ক্রিকেটার রশিদ খান নাকি বলেছে, ‘আমাদের বাঁচান’।

ওরে মূর্খ, নিজেরা আত্মঘাতী হলে দুনিয়ায় কে তোকে বাঁচাবে? কার এত সময়!

লেখাটি  গুলজার হোসেন উজ্জলের ফেসবুক থেকে নেওয়া হয়েছে। (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

আরও পড়ুন:


পালালেন আফগান ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

তালেবানের কাছে ক্ষমা চাইতে সেনা গর্ভনর দপ্তরে হাজারো আফগান সেনা

গনিকে হঠিয়ে আফগানিস্তানের ‘প্রেসিডেন্ট হচ্ছেন’ আরেক গনি

নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মানের প্রতিশ্রুতি দিল তালেবানরা

তালেবানদের ব্যাপারে পোস্টে হাহা রিঅ্যাক্টকারীরা কিন্তু বাঙালি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর