আফগানিস্তানে যারা অফিসিয়ালি ক্ষমতায় তারা কি নির্বাচিত

আফগানিস্তানে যারা অফিসিয়ালি ক্ষমতায় তারা কি নির্বাচিত

Other

আফগানিস্তানে বর্তমানে যারা অফিসিয়ালি ক্ষমতায় আছে ওরা কি নির্বাচিত ? কিংবা তালেবান যে ওদের হতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছে ওরাই কি নির্বাচিত ছিলো বিতাড়িত হবার আগে?

উত্তর হচ্ছে -না। তাহলে দাবি করছে কিসের বলে? অস্ত্রের জোরে। পুতুল আফগান সরকারের হাতে উপায়ও নেই। নেই কারণ এরা পরজীবী।

নিজেদেরই কোনো ভিত্তি নেই।

ফেসবুকে-  অনেকের মুখে তৃপ্তির প্রসস্থ হাসি দেখছি তালেবান এলো বলে। কিন্তু আফগানের অনেকে কেন সীমান্তবর্তী দেশে ভীড় করার চেষ্টা করছে সেটি কি ভেবেছেন? শঙ্কিত নারীদের অবয়ব কি চোখে ঝিলিক দেয় ক্ষণিকের জন্য হলেও?

খেলরামরা খেলে এসেছে আফগানে দশকের পর দশক জুড়ে। পরিত্যক্ত খেলার মাঠে সাধারণ আফগানিরাই এখন চরম বিপাকে।

কারণ খেলোরামরা খেলেছে নিজের আখের গোছাতে, ফলে সামাজিক উন্নয়ন আফগানে ঘটেনি এতকালেও।

আরও পড়ুন:


পালালেন আফগান ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ

তালেবানের কাছে ক্ষমা চাইতে সেনা গর্ভনর দপ্তরে হাজারো আফগান সেনা

গনিকে হঠিয়ে আফগানিস্তানের ‘প্রেসিডেন্ট হচ্ছেন’ আরেক গনি

নারীর অধিকার ও সংবাদমাধ্যমকে সম্মানের প্রতিশ্রুতি দিল তালেবানরা

তালেবানদের ব্যাপারে পোস্টে হাহা রিঅ্যাক্টকারীরা কিন্তু বাঙালি


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর