প্রথমেই ২৩ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল

প্রথমেই ২৩ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল

প্রথমেই ২৩ সদস্যের দল ঘোষণা করলো ব্রাজিল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে সবার আগে যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। এবার সবার আগে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করলো তারা। যেখানে আগেই কোচ তিতে ১৬ জনকে নিশ্চিত করে রেখেছিলেন। তবে সম্প্রতি চোটের কারণে দানি আলভেজ ছিটকে যান।

আসরে ব্রাজিল গ্রুপ ই তে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সুইজারল্যান্ড কোস্টারিকা ও সার্বিয়াকে। ১৪ জুন শুরু হওয়া বিশ্বকাপে ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেকাওরা।

    বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল

    গোলরক্ষক : অ্যালিসন, এডারসন, কাসিও

    রক্ষণভাগ : ফ্যাগনার, দানিলো, মার্সেলো, ফিলিপ লুইস, মারকুইনহোস, মিরান্ডা, থিয়াগো সিলভা, জেরোমেল।

    মধ্যমভাগ : কাসেমিরো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো, উইলিয়ান।

    আক্রমণভাগ : ডগলাস কস্তা, রবার্টো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর