ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

আজ সকালে হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এর সত‍্যতা নিশ্চিত করেছেন ।

   

ডা. মহিউদ্দিন বলেন, করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিরিনা (৫০), সিরাজ মিয়া (৫৫), ভালুকার আমির আলি (৭০) ও নেত্রকোনা কেন্দুয়ার জম্মাত আলি  (৯০)।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাওয়ের নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সুকুর মাহমুদ (৮০)।

আরও পড়ুন


কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বরগুনায় পুলিশের অভিযানে হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ: ইরান

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ করোনা ইউনিটে মোট ৩৬৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ‍্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৯ জনের।

news24bd.tv রিমু