এবার দেশের নামই বদলে দিচ্ছে তালেবান

এবার দেশের নামই বদলে দিচ্ছে তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এরপর দেশের নাম বদলে দিতে যাচ্ছে তালেবান। দেশটির নতুন নাম হতে যাচ্ছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’। দেশটির বর্তমান পুরো নাম 'ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান'।

 শিগগিরই দখল করে নেওয়া কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ঘোষণা দেবেন তালেবান নেতারা।

এদিকে, দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশি দেশ তাজিকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবানের সঙ্গে আফগান সরকারের আলোচনার মধ্যে নিজের কয়েকজন অনুগতদের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।

নাম গোপন রাখার শর্তে দুই আফগান কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব এবং এক ঘনিষ্ঠ আছেন তার সঙ্গে।

তবে কোথায় গিয়েছেন তিনি, সে বিষয়ে কিছু জানাননি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তিনি তাজিকিস্তানে গেছেন।

আরও পড়ুনঃ

কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে করোনায় মৃত্যু কমেছে

আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ: ইরান


অন্যদিকে, আফগান রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর পরই কাবুলে ঢুকে পড়ে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটির দুই শীর্ষ কমান্ডার দাবি করেছেন, রাষ্ট্রপতির প্রাসাদের দখল নেওয়া হয়েছে। একটি সংবাদসংস্থা তালেবানদের উদ্ধৃত করে জানিয়েছে, শিগগিরেই রাষ্ট্রপতির প্রাসাদ থেকে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’-এর ঘোষণা করা হবে।  

news24bd.tv/ নকিব