টাকাভর্তি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালালেন গনি

টাকাভর্তি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালালেন গনি

অনলাইন ডেস্ক

দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। তার সাথে টাকাভর্তি চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই টাকা ছিল, দেশটিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস এমনটাই দাবি করেছে। তারা বলছে, গাড়ি ও হেলিকপ্টারে আর জায়গা না থাকায় কিছু টাকা দেশে ফেলে যেতে বাধ্য হয়েছেন তিনি। বার্তা সংস্থা আল জাজিরার তথ্যসূত্রে এটা জানা যায়।

কাবুলে রুশ দূতাবাসের একজন মুখপাত্র নিকিতা ইশচেনকোর বরাত দিয়ে বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, চারটি গাড়ি টাকায় ভর্তি ছিল। একটি হেলিকপ্টারেও আরও টাকা ভরার চেষ্টা করেছিল তারা। কিন্তু জায়গা না থাকায় বাকি টাকায় রাস্তায় ফেলে দেয়া হয়।


আরও পড়ুন:

বাংলাদেশে গণহত্যা : ৫০ বছর কেটে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে

জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান মুখপাত্র

শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার দিলেন মমতা বন্দোপাধ্যায়

এবার দেশের নামই বদলে দিচ্ছে তালেবান

ইশচেনকোর বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ এই কূটনীতিক জানান, তার এই তথ্যের সূত্র হচ্ছে ‘প্রত্যক্ষদর্শীরা’। এদিকে দেশ ছেড়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আশরাফ গনি। বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি।

তবে ওমান সরকার তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু সোমবার ওমানেই রয়েছেন তিনি। একসময় মার্কিন নাগরিকত্ব ছিল গনির। ওমান থেকে তিনি যুক্তরাষ্ট্র রওনা দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

news24bd.tv/এমি-জান্নাত