আফগান সামরিক জেট বিধ্বস্ত

আফগান সামরিক জেট বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

একটি আফগান সামরিক জেট বিমান  উজবেকিস্তানে সীমান্ত অতিক্রম করার পর বিধ্বস্ত হয়েছে। তবে বিমান বিধ্বস্ত হলেও এর পাইলট বেঁচে আছেন। তিনি জেট থেকে সফলভাবে বের হয়ে যান। এক রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরা বলছে, রবিবার গভীর রাতে আফগানিস্তানসংলগ্ন উজবেকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সারক্সান্ডারিও প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থা উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাইলট বের হয়ে গেছে এবং আহত হয়েছে।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা।

সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


আরও পড়ুন:

টাকাভর্তি গাড়ি ও একটি হেলিকপ্টার নিয়ে পালালেন গনি

বাংলাদেশে গণহত্যা : ৫০ বছর কেটে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে

জনগণের ওপর প্রতিশোধ নেওয়া হবে না: তালেবান মুখপাত্র

শ্রাবন্তীকে জন্মদিনের সেরা উপহার দিলেন মমতা বন্দোপাধ্যায়


বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি উড়োজাহাজকে ঘিরে লোকে লোকারণ্য। আফগানিস্তানের চরম রাজনৈতিক অস্থিরতায় দেশ ছাড়তে অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন।

news24bd.tv/এমি-জান্নাত