তৈরি করুন মজাদার চিকেন বল

চিকেন বল

তৈরি করুন মজাদার চিকেন বল

অনলাইন ডেস্ক

দারুণ মজাদার একটি আইটেম চিকেন বল। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের আইটেম এটি। আর একটু কসময় নিয়ে ঘরেই বানিয়ে ফেলা যায় মজাদার চিকেন বল।

চলুন জেনে নেই স্বাস্থ্যকর চিকেন বলের রেসিপি-

উপকরণ
চিকেন কিমা -১ কাপ,
পেঁয়াজ চিকন করে কাটা -২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুঁচি – ঝাল অনুযায়ী
লবন- স্বাদমতো
ডিম -১ টি
ময়দা- ১/৪ কাপ
কর্ণফ্লাওয়ার -২ টেবিল চামচ
সয়া সস- ১চা চামচ
গোলমরিচ গুঁড়ো -১ চিমটি
আদা-রসুন- চিকন করে কাটা ১ চা চামচ

‪প্রণালী: সব উপকরণ একসাথে মিশিয়ে গোল গোল করে বল বানিয়ে হালকা ফ্রাই করে নামাবেন।

তারপর কাটা চামচ দিয়ে বলগুলোতে দুই তিন বার ছিদ্র করে দিন যেন ভেতরেও ঠিক মতো হয়। তারপর আবার ডিপ ফ্রাই করে পরিবেশন করুন।

হালকা ভেজে নিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন রাখতে পারেন। আবার কাঁচা অবস্থায় গোল বল বানিয়ে ফ্রিজে রাখা যাবে।

তবে এক মাসের বেশি কোনও খাবার ফ্রিজে না রাখাই ভালো।

news24bd.tv/এমি-জান্নাত