নামাজের জন্য অপেক্ষা করার পুরস্কার

নামাজের জন্য অপেক্ষা করার পুরস্কার

অনলাইন ডেস্ক

হাদিসে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে মাগরিব আদায় করলাম, অতঃপর যারা ফিরে যাওয়ার ফিরে গেল এবং যারা থাকার থাকল, পরক্ষণেই রাসুলুল্লাহ (সা.) দ্রুত ফিরে এলেন, তাঁর নিঃশ্বাস জোরে পড়ছিল, তার হাঁটুর কাপড় উঠে যাচ্ছিল।

তিনি বললেন, ‘তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের প্রতিপালক আসমানের একটি দরজা খুলে তোমাদের নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করছেন।

আরও পড়ুন


কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

বরগুনায় পুলিশের অভিযানে হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ: ইরান

তিনি বলছেন, আমার বান্দাদের দেখো, তারা এক ফরজ শেষ করে অপর ফরজের অপেক্ষা করছে। ’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৮০১)

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক