তালেবানের প্রতি সৌদির যে আহবান

তালেবানের প্রতি সৌদির যে আহবান

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২০ বছর পর কাবুল দখলের সাথেই সমগ্র আফগানিস্তানের দখল চলে যায় তালেবানদের হাতে। কাবুল দখলের সময়ে তালেবান বাহিনী প্রবেশের মুখে দেশত্যাগ করা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালানোর সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ সাথে নিয়ে গেছেন।   এদিকে  আফগানিস্তানে বসবাসরত সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় তালেবানের প্রতি আহবান জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান জনগণ কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই যা বেছে নেবে সৌদি আরব তার প্রতি সমর্থন জানায়।

সৌদি আরব প্রত্যাশা করে যে, ইসলামের মহান নীতির ওপর ভিত্তি করে আফগানদের নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন এবং সম্পত্তি রক্ষায় কাজ করবে তালেবান।

খুব শিগগিরই আফগানিস্তানের পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে সৌদি আরব।

news24bd.tv/আলী