ঢাকার কেরানীগঞ্জে ‌র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জে ‌র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে ঝিলমিল আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে র‌্যাব সেখানে অভিযানে যায়।

র‌্যাবের উপস্থিত টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


আলোচনার জন্য চীনের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি তেহরানে

নারীদের কর্মস্থলে ফেরার আহ্বান তালেবানের

গ্রেফতার বারাদারকে আমেরিকার অনুরোধেই ছেড়ে দেওয়া হয়!

তালেবানের প্রতি সৌদির যে আহবান


ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে র‌্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

news24bd.tv এসএম