মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

তিনি জানান, সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে ময়মনসিংহের পাঁচ জন ও একজন নেত্রকোনার বাসিন্দা।

 

এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের চার জন, নেত্রকোনার তিন জন, জামালপুরের দুই জন ও  শেরপুরের একজন রয়েছেন।  

আরও পড়ুন


তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

১৭ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে কিছুটা কমেছে রোগীর চাপ। বর্তমানে ইউনিটটিতে ৪০২ টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে।

ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।  

এদিকে, জেলায় নমুনা পরীক্ষা ও শনাক্তের হার দু'টিই কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৯.৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

news24bd.tv রিমু