১৭ আগস্ট: সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ

ফাইল ছবি

১৭ আগস্ট: সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ

Other

২০০৫ সালের ১৭ই আগস্ট, বাংলাদেশের ৬৩টি  জেলায় একযোগে  ঘটানো হয়, বোমা  হামলা। একসাথে  হামলার মাধ্যমে দেশে নিজেদের সংঘবদ্ধ উপস্থিতির ঘোষণা করেছিলো জঙ্গি জেএমবি।

ডিএমপি কমিশনার বলেছেন, বতমানে দেশে জঙ্গিরা স্তমিত হলেও, আফগানিস্তানে, তালেবানের আহবানে, বাংলাদেশি কিছু উগ্রপন্থিদের যাওয়া, দেশের জন্য পরবর্তীতে হুকমি হলেও, আইন-শৃঙ্খলা বাহিনী সচেষ্ট।

আর নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, এখন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিরা কোনঠাসা হলেও তালেবানের আহবানে বাংলাদেশীদের যাওয়া, দেশের জন্য পরবর্তীতে হুমকি হতে পারে।

২০০৫ সালের ১৭ই অগাস্ট। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি, জঙ্গি গোষ্ঠী সারা দেশে একযোগে বোমা হামলা চালায়। প্রমাণসরূপ সে সময় নিজেদের প্রচারপত্র বা লিফটেট ছড়িয়ে দেয় তারা। ওই হামলায় দুই জন নিহত হলেও আহত হন অনেক।

জঙ্গিবাদ বিশ্লেষকদের বিশ্লেষণ, ২০০৫ সালে তারা হামলা চালিয়ে বিশ্বে নিজেদের উপস্থিতি ও শক্তির জানান দেয়। এরপর থেকে নেই তারা। বর্তমানে ভিন্ন পরিচয়ে নিজেদের সংঘবদ্ধ করছে অনলাইনে।

আইন-শৃংখলা বাহিনী কর্মকর্তারা বলছেন, দেশে জঙ্গিদের দমন করতে পেরেছেন তারা। জানান, তালেবানের আহবানে আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়া এবং দেশে ফেরার বিষয়ে সচেতন তারা।

আরও পড়ুন


তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিরা বর্তমানে কোনঠাসা থাকলেও তালেবানের ডাকে আফগানিস্তানে যাওয়া বাংলাদেশিরা ফেরত আসলে তা বড় হুমকির কারণ হতে পারে দেশের জন্য।  

সরকারি-বেসরকারি হিসেবে আইন-শৃংখলা বাহিনীর বিভিন্ন অভিযানে ২০০৫ থেকে এ পযন্ত প্রায় দুই হাজার জঙ্গি ধরা পড়েছে। যাদের মধ্যে অনেকে ফাঁসিতে ঝুলেছেন, নিহত হয়েছেন।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক