আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে যেসব দেশ

আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে যেসব দেশ

অনলাইন ডেস্ক

কাবুলের দখল নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের চেষ্টা করছে তালেবান। শুরুতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। এরই মধ্যে তালেবানকে স্বীকৃতি দেয়া শুরু করেছে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যদিও তালেবানকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক মহলকে অনুরোধ করেছিলেন।

তবুও বেশ কয়েকটি দেশ আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এসব দেশের তালিকায় এরই মধ্যে নাম এসেছে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্কের।  

আরও পড়ুন:

তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

১৭ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার


গত রবিবার, তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। তবে চীন, রাশিয়া ও পাকিস্তান এখনও দেশটিতে দূতাবাস চালু রেখেছে।

ভবিষ্যতেও দেশ তিনটি আফগানিস্তানে তালেবানের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।

news24bd.tv/ নকিব