জার্মান সুপার কাপে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ

জার্মান সুপার কাপে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ

অনলাইন ডেস্ক

সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। গোলে নয় আসরের ৭টিতেই মুখোমুখি হয়েছিলো এই দু’দল। যেখানে বাভারিয়ানরা শিরোপা ঘরে তুলেছে চার বার, আর, ডর্টমুন্ড জিতেছে তিনবার।  

দলের সাবেক তারকা ও ফুটবলের কিংবদন্তি গার্ড মুলারের মৃত্যু শোক কাটিয়ে মাঠে নামতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ।

তবে, সময়টা মোটেও ভালো যাচ্ছেনা তাদের। প্রাক মৌসুম প্রস্তুতিতে দলের তারকা ফুটবলাররা ছিলেন ছুটিতে। সুযোগ পেয়েও নিজেদের সামর্থের প্রমান রাখতে ব্যার্থ হয়েছেন রিজার্ভ একাদশের ফুটবলরা। টানা চার ম্যাচে জয় শূণ্য থেকে নতুন মৌসুম শুরু করা বাভারিয়ান পথম ম্যাচেই করেছে হতাশ।
মনশেন গ্লাডবাখের বিপক্ষে তারা ড্র করেছে।
 
তবে, জার্মান সুপার কাপের অতীত পরিসংখ্যানটা এগিয়ে রাখছে মিউনিখের জায়ান্টদের। সবশেষ ৫ আসরে চারবারই শিরোপা ঘরে তুলেছে তারা। পাশাপাশি, সবশেষ আসরে, এই বুরশিয়াকেই ৩-২ গোলে হারিয়েছিলো বায়ার্ন। এরপরও অবশ্য নিজেদের ফেভারিট মানতে নারাজ বায়ার্ন বস নাগেলসম্যান।
 
বরুশিয়া ডর্টমুন্ড শক্তিশালী দল। চলতি সৌসুম তারা দুর্দান্ত সূচনা করেছে। তাদের দারুন কিছু ফুটবলার রয়েছে। কৌশলগত দিক থেকেও তাদের পরিবর্তন ইর্শ্বনিয়। আমরা এই ম্যাচে জিততে পারলে এটি হবে এই বছরে আমারদের প্রথম শিরোপা। সেদিকেই লক্ষ্য থাকবে।  
এদিকে, জার্মান সুপার কাপে দ্বিতীয় সর্বোচ্চ ৬বারের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড।   তাদের চেয়ে ২টি শিরোপা বেশি জিতে শীর্ষে রয়েছে বায়ার্স। ফলে, গেলো আসরের প্রতিশোধের পাশাপাশি, দা বিভিবিদের সামনে সুযোগ থাকছে বাভারিয়ানদের সাথে ব্যবধান কমানোর।   তাই মাঠে নিজেদের সেরাটাই উজার করে দিতে চান ডর্টমুন্ড কোচ মার্কো রোজ।


আরও পড়ুন

আফগান জনগণের জন্য অনেক কিছু করার আছে : বাইডেনকে মালালা

আফগানিস্তানে আবারও টিভি উপস্থাপনায় নারীরা

ফিরলেন মিম মানতাসা

কবে মা হচ্ছেন নুসরাত, সন্তানের বাবা কে?


বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই লড়াইটা শুধু শিরোপার নয়, আত্মসম্মানেরও। তাই দলের প্রতিটি সদস্য ম্যাচটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গেলো ম্যাচের সেভাবে প্রস্তুতির সময় পায়নি। তবে, মাঠে সবাই নিজেদের সেরাটা উজার করে দেবে। আমরা প্রমান করতে চাই, চলতি মৌসুমের জন্য আমরা শতভাগ প্রস্তুত।

বরুশিয়াকে হারিয়ে ৯মম সুপার কাপের শিরোপা ঘরে তুলবে বায়ার্ন মিউনিখ, নাকি বাভারিয়ানদের হারিয়ে মধুর প্রতিশোধ নেবে বরুশিয়া, তা দেখতে চোখ রাখতে হবে ৯০ মিনিটের লড়াইয়ে।

news24bd.tv/এমি-জান্নাত