উল্টোপথে বেপরোয়া বাস, ঝরল দুই প্রাণ

উল্টোপথে বেপরোয়া বাস, ঝরল দুই প্রাণ

Other

নরসিংদীর শিবপুরে উল্টোপথে আসা বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার সৃৃষ্টিগড় বাসস্ট্যান্ড সংলগ্ন হাজী বাগান এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের সিফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী গাজীর স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)।

তারা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে সিলেটগামী কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিগড় এলাকা অতিক্রম করছিল। একই সময় মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পথচারী। হঠাৎ কাজী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে দ্রুত বেগে এসে
পথচারী দুজনকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটিতে আগুন লেগে যায়।

ঘটনাস্থলেই দুজন পথচারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ৪ টি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহীন আলম বলেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। সেই সাথে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: 

ব্রিজ ভেঙ্গে খালে, নৌযান চলাচলও বন্ধ

news24bd.tv তৌহিদ