তালেবানদের চ্যালেঞ্জ জানালেন আমরুল্লাহ সালেহ

তালেবানদের চ্যালেঞ্জ জানালেন আমরুল্লাহ সালেহ

অনলাইন ডেস্ক

বিনা প্রতিরোধে রাজধানী কাবুল দখলের প্রতিক্রিয়ায় তালেবানদের প্রতি প্রথম চ্যালেঞ্জ জানিয়েছেন সদ্য-প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

তিনি বলেছেন, 'দেশের মাটিতেই রয়েছি’।

সোমবার (১৬ আগস্ট) ভোরে নিজের উপস্থিতির কথা জানান দেন সদ্য প্রাক্তন হওয়া আমরুল্লাহ সালেহ।

রোববার (১৫ আগস্ট) রাতে আচমকাই চাউর হয়ে যায় যে আশরাফ গণি পালানোর পরেই পালিয়ে গিয়েছেন সালেহ।

 

এদিন তিনি টুইটারে এক পোস্টে বলেন, ‘আমি নিজের দেশের মাটিতেই রয়েছি। দেশের মানুষের সঙ্গে। এর পেছনে সুনির্দিষ্ট কারণ এবং লক্ষ্য রয়েছে। আমি বিশ্বাস করি ন্যায়বিচার হবে।

পাকিস্তানি সমর্থন নিয়ে আমাদের দেশে ঢুকে পড়া কট্টরপন্থীদের বিরোধিতা করে যাব’।

আরও পড়ুন: 


আফগানদের ভবিষ্যৎ নির্ধারণে যে আহ্বান জানাল রাশিয়া

উল্টোপথে বেপরোয়া বাস, ঝরল দুই প্রাণ

ব্রিজ ভেঙ্গে খালে, নৌযান চলাচলও বন্ধ


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর