প্রথমবার সংবাদ সম্মেলনে যা বললেন তালেবান মুখপাত্র

প্রথমবার সংবাদ সম্মেলনে যা বললেন তালেবান মুখপাত্র

অনলাইন ডেস্ক

দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান এই প্রথম সংবাদ সম্মেলনে করেছে এবং প্রথমবারের মতো মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে ক্যামেরার সামনে হাজির হয়েছেন।

তিনি বলেন, ২০ বছরের সংগ্রামের পর আমরা দেশকে মুক্ত করেছি এবং বিদেশীদের বহিষ্কার করেছি।

তিনি আরও বলেন, এটি পুরো জাতির জন্য গর্বের মুহূর্ত।

মুখপাত্র বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই যে আফগানিস্তান আর কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র নয়।

যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি এবং শত্রুতা শেষ হয়ে গেছে।

আমরা কোন বাহ্যিক বা অভ্যন্তরীণ শত্রু চাই না বলেও যোগ করেন মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। আমরা কাবুলে বিশৃঙ্খলা দেখতে চাই না।

আমাদের পরিকল্পনা ছিল কাবুলের স্থানান্তর প্রক্রিয়াটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

দুর্ভাগ্যবশত, আগের সরকার এতটাই অযোগ্য ছিল যে তাদের নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কিছুই করতে পারেনি। বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের  কাবুলে প্রবেশ করতে হয়েছিল।

আমাদের ধর্মীয় নীতি অনুসারে কাজ করার অধিকার আমাদের আছে। অন্যান্য দেশেরও বিভিন্ন পন্থা, নিয়ম -কানুন আছে।

নারী অধিকার নিয়ে মুজাহিদ বলেছেন, আমরা শরিয়া ইসলামী আইন ব্যবস্থার অধীনে নারীদের অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ।

তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা  আশ্বস্ত করতে চাই যে এখানে কোন বৈষম্য থাকবে না।

তিনি বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে মিডিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, গণমাধ্যমের কার্যক্রমের ক্ষেত্রে কোন কিছুই ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে হওয়া উচিত নয়।


আরও পড়ুন

আফগান জনগণের জন্য অনেক কিছু করার আছে : বাইডেনকে মালালা

আফগানিস্তানে আবারও টিভি উপস্থাপনায় নারীরা

ফিরলেন মিম মানতাসা

কবে মা হচ্ছেন নুসরাত, সন্তানের বাবা কে?


মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আরও বলেছেন আমাদের ত্রুটিগুলির দিকে মিডিয়ার মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা জাতির সেবা করতে পারি। কিন্তু মিডিয়া আমাদের বিরুদ্ধে কাজ করা উচিত নয়। বরং তাদের জাতির ঐক্যের জন্য কাজ করা উচিত।

অপহরণ ও হত্যার প্রতিবেদন জানতে চাইলে মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ, বলেন তালেবান নিয়ন্ত্রণে দেশজুড়ে পূর্ণ নিরাপত্তা রয়েছে।

আফগানিস্তানের মাটি কারও বিরুদ্ধে ব্যবহার করা হবে না, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আশ্বস্ত করতে পারি বলে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলন শেষ করেন।

news24bd.tv/এমি-জান্নাত