আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে দখল নেওয়ার পর একের পর একটা মর্মান্তিক ছবি, ভিডিও ভেসে উঠছে। প্রাণে বাঁচতে বিমানে ওঠার জন্য হুড়োহুড়ি, উড়ন্ত বিমান থেকে ছিটকে পড়ে যাওয়ার দৃশ্য সকলেরই চোখের সামনে ভাসছে।

এর মধ্যে এক শিশুর কান্নার মর্মান্তিক ছবি ছড়িয়ে পড়ল গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায়।    

একটানা কান্নার শব্দ ভেসে আসছিল কাবুল বিমানবন্দরের এক কোণ থেকে।

কান্না শুনেই শিশুটিকে উদ্ধার করেন বিমানবন্দরের কর্মীরা। তার মা-বাবার খোঁজ পাওয়া যায় নি।  

আরও পড়ুন


তালেবান: সকলকে নিয়ে ইসলামি সরকার গঠন করা হবে

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

১৭ আগস্ট: সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ

দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার

বিমানবন্দরের কর্মীদের ধারণা, শিশুটি হুড়োহুড়ির মধ্যে মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে, তাকে নিয়ে দেশ ছাড়ার জন্যই সম্ভবত অন্য অনেকের মতো তার পরিবারও বিমানবন্দরে এসেছিল।

তারপর কোনওভাবে সে বিচ্ছিন্ন হয়ে যায়।

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক