লেভানদোভস্কির জোড়া গোলে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন

লেভানদোভস্কির জোড়া গোলে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন

অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয়বারের মত জার্মান সুপার কাপ নিজেদের করে নিল বায়ার্ন মিউনিখ। এ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে নবম বারের মত এই ট্রফি জিতল বাভারিয়ানরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন।  

ম্যাচে জোড়া গোল করেছেন রবার্তো লেভানদোভস্কি।

সঙ্গে জালের দেখা পেয়েছেন টমাস মুলার। দুই তারকার গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ‍উড়িয়ে দিয়েছে তারা।

আরও পড়ুন:


আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই

ভয়াবহ দাবানল নেভাতে তিনদিন ধরে লড়ছে ইসরাইল

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

মহররম যে কারণে মুসলিমদের কাছে তাৎপর্যপূর্ণ


কিছুটা আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি ডর্টমুন্ড। ৭৪ মিনিটে লেভা আরেকবার গোল করলে ম্যাচে ফেরার আশা ভেস্তে যায় ডর্টমুন্ডের।

সতীর্থের পায়ে লেগে পাওয়া বল ধরে এগিয়ে গিয়ে সহজেই ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। এই নিয়ে সুপার কাপে রেকর্ড সাতটি গোল করলেন পোলিশ তারকা। তাঁর পরেই আছেন টমাস মুলার।

news24bd.tv নাজিম