আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল: ট্রাম্প

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল: ট্রাম্প

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে যুদ্ধ করতে যাওয়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি... এর বিনিময়ে আমাদেরকে লাখ লাখ কোটি মার্কিন ডলার খরচ করতে হয়েছে। এছাড়া লাখ লাখ মানুষের জীবন আমরা হারিয়েছি। অতীতে সেখানে যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে কোনো কিছুই ভিন্ন নয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের শন হ্যানিটির সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রে এই সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

ট্রাম্পের ভাষায়, ‘আফগানিস্তানে অতীতে যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে কোনো কিছুই ভিন্ন নয়।

এটা আরও খারাপ, কারণ (যুদ্ধের পর) আমাদের সেগুলো পুনর্গঠন করতে হয়েছে। (অঞ্চলটি) টুকরো টুকরো করা হয়েছে। ’

আরও পড়ুন:


আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই

ভয়াবহ দাবানল নেভাতে তিনদিন ধরে লড়ছে ইসরাইল

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে কাঁদছে শিশু, খোঁজ নেই মা-বাবার

মহররম যে কারণে মুসলিমদের কাছে তাৎপর্যপূর্ণ


সেখানে আটকে থাকাটা চোরাবালির মতো বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv নাজিম