কুষ্টিয়ায় করোনার ভয়াবহতা কমেছে

কুষ্টিয়ায় করোনার ভয়াবহতা কমেছে

Other

কুষ্টিয়ায় করোনায় শনাক্তের হার কমছে, সুস্থ্যতার হার বেড়েছে। রোগী কমছে হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত আরো ৪ জনের মৃত্যু হয়েছে। ৪ জনই করোনায় শনাক্ত ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মোট ৬৮৯ জনের মৃত্যু হলো।

এছাড়াও ২৯১ জনের নমুনা পরীক্ষা করে আরো ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৯০ শতাংশ হয়েছে।

এই সময়ে আরো ২০১ জন সুস্থ হয়েছেন।

আরও পড়ুন:


বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু

গুরুতর অসুস্থ ডেপুটি স্পিকার, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হচ্ছে ভারতে

অপরাধ প্রমাণ হলে যে সাজা হতে পারে ই-অরেঞ্জের মালিক সোনিয়ার

আফগান ইস্যুতে কানাডা সরকারের অবস্থান স্পষ্ট


এসব তথ্য নিশ্চিত করেছেন তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন। এসময় তিনি জানান, করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে, নির্ধারিত ২০০ বেডের অনুকূলে বর্তমানে ভর্তি আছে ১৬৬ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ১২৮ জন। ৩৮ জনের উপসর্গ আছে। অধিকাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ৭ দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১৬ হাজার ৯ শ ৭৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।

news24bd.tv এসএম

এই রকম আরও টপিক