বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

Other

বগুড়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে, পাশাপাশি হাসপাতালেও কমেছে রোগীর সংখ্যা। জেলায় করোনায় এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।  

জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৯৯ শতাংশ।  

গত দিনের চেয়ে সংক্রমণ ৫ শতাংশ কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহীন বুধবার বেলা ১১টার দিকে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে জানান, করোনায় মারা যাওয়া ৩জনের মধ্যে বগুড়ার একজন।

তিনি হলেন সদরের রহিমা (৭৬)। এছাড়া বাকি দুইজন অন্য জেলার। নতুন একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬২৭জন দাঁড়াল।  

ডা. তুহিন আরও জানান, মঙ্গলবার মোট ৩৪৩টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় নেগেটিভ, ৪৫টি এন্টিজেন পরীক্ষায় ১০জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫টি নমুনায় আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।  

নতুন আক্রান্ত ৪৮জনের মধ্যে সদরে ৩০, শাজাহানপুরের ৭, কাহালুতে ৫, সারিয়াকান্দি ২, দুপচাঁচিয়া,  নন্দীগ্রাম, ধুনট ও শেরপুরে একজন করে।
ডা. তুহিন জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৪৯৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯হাজার ২৩২জন এবং ৬৩৭জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বগুড়ার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতাল সহ আরও দুটি হাসপাতালে করোনা রোগী কমেছে। বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালের ২৫০ শয্যার মধ্যে ১১২ টি, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যার মধ্যে ১১৫ টি, বেসরকারী টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি রয়েছে।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল জানান, হাসপাতালে গত কয়েকদিনে রোগী ভর্তি কিছুটা কমেছে। তবে আইসিইউ এর সব শয্যাতেই রোগী রয়েছে।

NEWS24.TV / কামরুল