নওগাঁয় পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নওগাঁয় পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

Other

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নওগাঁ জেলা শাখা।

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আবু হেনা মুস্তফা কামাল, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, জিয়াউর রহমান, হারুন উর রশিদ, কোষাধ্যক্ষ মাহাবুব আলমসহ সকল সদস্য ও প্রকাশক প্রতিনিধিগণ।

আরও পড়ুন:


আফগান ইস্যু যতদিন চলবে এরাও ততদিন লাফাবে!

স্ত্রী মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন নামঞ্জুর

তৃণমূল পর্যায়ের মানুষরা যেন একটা উন্নত জীবন পায়: প্রধানমন্ত্রী

শিশু সাবিনাকে ধর্ষণের পর হত্যা: শুকুর আলীর মৃত্যুদণ্ড বহাল


এসময় তারা বলেন, গত দেড় বছর বাংলাদেশের একাডেমিক এবং সৃজনশীল প্রকাশনা ও বিক্রয় প্রতিষ্ঠান প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বিক্রয় থেকে বঞ্চিত হয়েছে।

অনেক প্রতিষ্ঠান দোকান ভাড়া, কর্মচারী বেতন দিতে পারেনি। দেশের প্রায় ২৬ হাজার বই বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। আজ তারা মানবেতরভাবে জীবন-যাপন করছে। তাই তারা সরকারের কাছে প্রনোদনা ও অনুদানের দাবি জানিয়েছেন।

news24bd.tv এসএম