বিক্ষোভের মুখে জাতীয় পতাকা লাগাতে বাধ্য হলো তালেবান

বিক্ষোভের মুখে জাতীয় পতাকা লাগাতে বাধ্য হলো তালেবান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবানদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে। এসময় গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১২ জন।

আফগানিস্তানের জাতীয় পতাকা একটি স্থাপনা থেকে সরিয়ে ফেলার ঘটনায় এ সংঘর্ষ হয়।

আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের জাতীয় পতাকা নামিয়ে তালেবানের পতাকা লাগানো হচ্ছিল একটি স্থাপনায়। এরপর জালালাবাদের বাসিন্দারা এর প্রতিবাদের রাস্তায় নেমে আসে।

প্রতিবাদকারীদের সংখ্যা কয়েকশ বলে জানিয়েছে আল জাজিরা।

পতাকা নাড়িয়ে ওই বিক্ষোভের ঘটনার ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

পরে অবশ্য বিক্ষোভের মুখে জালালাবাদের ওই গুরুত্বপূর্ণ স্কয়ারে আফগানিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়।  

তবে এর আগে তালেবানের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ। সেসময় গুলির ঘটনা ঘটলে ওই দুজন নিহত হয়।

তবে কারা গুলি চালিয়েছে বা হতাহতের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে আজও বিদেশিদের আফগানিস্তান ছাড়ার হিড়িক দেখা গেছে।

যুক্তরাজ্য এবং জার্মানিসহ পশ্চিমা বিভিন্ন দেশ আফগানিস্তানে আটকে পড়া তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বিমান পাঠিয়েছে। পাকিস্তানও তাদের সীমান্ত খুলে দিয়েছে।

আরও পড়ুন:

 তালেবান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

‘বিভিন্ন অনৈতিক কাজে জড়িত পরীমণি’, প্রমাণ সিআইডির হাতে

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর