কারো বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না ভারত: তালেবান

কারো বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে পারবে না ভারত: তালেবান

অনলাইন ডেস্ক

ভারত তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন একথা ঘোষণা করেছেন।

তিনি বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটিতে তাদের কাজ অব্যাহত রাখে তাতে তাদের আপত্তি নেই। ‌‘হাম মেহের বোখারী কে সাত’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে সোহাইল শাহিন একথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না। আফগানিস্তানে যে সমস্ত অবকাঠামো ও পুনর্গঠনমূলক প্রকল্প শুরু করেছে তা শেষ করতে পারে ভারত। কারণ এসব প্রকল্প জনগণের জন্য। কিন্তু ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগান মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা তার অনুমতি দেব না।

আরও পড়ুন:


 বিক্ষোভের মুখে জাতীয় পতাকা লাগাতে বাধ্য হলো তালেবান

তালেবান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

‘বিভিন্ন অনৈতিক কাজে জড়িত পরীমণি’, প্রমাণ সিআইডির হাতে


news24bd.tv তৌহিদ