এখন কোথায় আশরাফ গনি?

এখন কোথায় আশরাফ গনি?

অনলাইন ডেস্ক

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবান নেতারা। ক্ষমতা স্থায়ী করতে মোল্লাহ আবদুল গনি বারাদারসহ তালেবানের শীর্ষ নেতারা আজ রাজধানী কাবুলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।

এর আগে গত রবিবার দেশ ছেড়ে পালিয়েছেন আশরাফ গনি। তিনি কোথায় গিয়েছিলেন বা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়।

তবে আজ বুধবার আবুধাবিতে তাকে দেখা গেছে বলে জানা গেছে। যাচাই করা যায়নি এমন একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বৃটিশ গণমাধ্যম বিবিসি।


আরও পড়ুন:

বন্ধ করা হলো ফেরি চলাচল

আশুরার ছুটি বৃহস্পতিবার না শুক্রবার জানালো মন্ত্রণালয়

নওগাঁয় পুস্তক ব্যবসায়ীদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আফগান ইস্যু যতদিন চলবে এরাও ততদিন লাফাবে!


তালেবান কাবুল দখলের পর উজবেকিস্তান বা তাজিকিস্তানের মতো একটি প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছিলো। তবে তা নিশ্চিত নয়! পরে আবার গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি ওমানের দিকে যাচ্ছিলেন।

কিন্তু এবার জানা গেল, গত বুধবার তাকে আবুধাবিতে দেখা গেছে। চলে যাওয়ার পর গনি ফেসবুক বার্তায় বলেন, আমি ভেবেছিলাম রক্তপাত এড়ানোর জন্য চলে যাওয়া ভালো হবে।

news24bd.tv/এমি-জান্নাত