চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১৩শ দুস্থ পরিবারকে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক

১২ জন বীরাঙ্গনাসহ চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ১৩শ দুস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা।

দুই উপজেলার তিনটি পৃথক স্থানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে দৈনিক কালের কণ্ঠের সামাজিক সংগঠন শুভসংঘ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথমে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং পরে কানসাট উচ্চ বিদ্যালয় ও ভোলাহাটের মোহবুল্লাহ কলেজ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় অসহায় ও কর্মহীন মানুষের হাতে।

এর মধ্যে শিবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬শ মানুষকে খাদ্য সহায়তা বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এছাড়া কানসাটে সাড়ে তিনশ পরিবার এবং ভোলাহাটে চারশ পরিবার সহায়তা পায়। করোনার আঘাতে অনেকটা বিপর্যস্ত দুই উপজেলায়, বন্যা ও নদী ভাঙ্গনের এই সময়ে, বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তায়, স্থানীয় মানুষ উপকৃত হয়েছেন বলে মন্তব্য করেন এমপি ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল। '

আরও পড়ুন:


 বিক্ষোভের মুখে জাতীয় পতাকা লাগাতে বাধ্য হলো তালেবান

তালেবান বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

‘বিভিন্ন অনৈতিক কাজে জড়িত পরীমণি’, প্রমাণ সিআইডির হাতে


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর