ভয়াবহ গতিতে বাড়ছে ডেঙ্গু

ভয়াবহ গতিতে বাড়ছে ডেঙ্গু

Other

ভয়াবহ গতিতে বাড়ছে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই রেকর্ড গড়ছে হাসপাতালে রোগী ভর্তির হার। জুলাই মাসের তুলনায় আগষ্টের আড়াই সপ্তাহে রোগী বেড়েছে দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন, দেশে আরো বৃষ্টিপাত হলে হাসপাতালে জায়গা হবে না ডেঙ্গু রোগীর।

এখন শিশুদের পাশাপাশি বাড়ছে, প্রাপ্ত বয়স্কদের ডেঙ্গু আক্রান্তের হারও।  

দেশে গেলো বুধবার ৩২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই বছরে এক দিনে এত বেশি আক্রান্ত আর হয়নি। আগাস্ট মাসে এখন পযন্ত ৩ হাজার ৯৯২ জন রোগী হাসপাতালে এসেছে ডেঙ্গু  নিয়ে।

অথচ জুলাই মাসে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ছিল ২ হাজার ২৮৬।

আক্রান্তদের মধ্যে এতোদিন শিশুদের আধ্যিক ছিলো বেশি। এখন প্রাপ্ত বয়স্করা্ও ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যাদের অনেকের শারীরিক পরিস্থিতি দ্রুতই অবনতি হয়েছে।

চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গু রোগের ধরণ ভিন্ন হ্ওয়ায় চিকিৎসকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বেশিরভাগ রোগীর প্লাটিলেইট দ্রতই সময়ে কমে যা্ওয়ায় জীবন-মৃত্যুর সন্দিক্ষণে পড়ছেন অনেকে।

বাড়ীর আঙিনা পরিস্কার রাখা থেকে শুরু করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি বেশি পুষ্টিকর খাবার খা্ওয়ার পরামশ দিয়েছেন চিকিৎসকরা।

news24bd.tv/এমি-জান্নাত