আজ আবারও আদালতে হাজির করা হয়েছে চিত্রনায়িকা পরীমণিকে। তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে তাকে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হবে বলে নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।
এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেন।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন বাংলাদেশে আসা ৯ জন
একদিনে বিশ্বে আরও সাড়ে ১০ হাজার প্রাণহানি
ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ শনাক্ত, ডব্লিউএইচওর উদ্বেগ
ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল তালেবান
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট মাদক মামলায় পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে।
এর আগে গত ১৬ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার (১৮ আগস্ট) শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
news24bd.tv এসএম