খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি

খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি

Other

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সারাদেশের পর্যটন ও বিনোদন কেন্দ্র খুলে দেয়া হলেও বন্ধই থাকছে লালন শাহের আখড়াবাড়ি ও রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি।  

সংশ্লিষ্টরা বলছেন, গণবিজ্ঞপ্তি মোতাবেক পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দেয়ার কথা বলা হলেও এ দুটি এসবের আওতায় পড়ছে না। সে কারণে পরিস্কার সিদ্ধান্তের অপেক্ষায় থাকছেন তারা।  

কুষ্টিয়া লালন একাডেমির আহবায়ক কমিটির সদস্য সেলিম হক বলেন, আখড়াবাড়ি এখনো খুলে দেয়ার সিদ্ধান্ত আসেনি।

তিনি বলেন, এখানে পর্যটনের সুযোগ থাকলেও মূলত একটি একাডেমি।  

রবীন্দ্র স্মৃতি বিজরিত শিলাইদহ কুঠিবাড়ির তত্ত্বাবধায়ক মুখলেছুর রহমান বলেন, এটি একটি প্রত্নস্থল ও জাদুঘর। তাছাড়া এখানে কোন আসন নেই। অর্ধেক আসন ব্যবহার করার সুযোগ নেই।

তাই এ ধরণের প্রতিষ্ঠান খোলা যাবে কি-না পরিস্কার জানতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সচিব মহোদয়কে চিঠি দিয়েছেন। তার জবাব আসলেই পরিস্কার হবে বিষয়টি। ততোদিন কুঠিবাড়ি বন্ধই থাকছে।

এদিকে ফকির লালন সাঁই এর ভক্ত, অনসারী ও বাউল শিল্পীরা তাদের আখড়াবাড়ি খুলে দেয়ার অপেক্ষায় আছেন। বিশেষ করে বাউল শিল্পীদের অনেকেই এখানে গান পরিবেশন করে জীবিকা নির্বাহ করেন।  

বন্ধ থাকলেও কুঠিবাড়ি ও লালন আখড়াবাড়ির সামনে দর্শনার্থীর ভিড় জমে। ভগ্ন মনোরথে ফিরে যাচ্ছেন তারা।  

আরও পড়ুন:


বরিশালে অবৈধ ব্যানার-বিলবোর্ড অপসারনকে কেন্দ্র করে রনক্ষেত্র

পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ধর্ষণ মামলার দুই আসামি

ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ করল তালেবান

বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণ মামলায় বাদীর স্বাক্ষ গ্রহণ


NEWS24.TV / কামরুল