‘সব তো এক ফ্যক্টরিরই মাল, শুধু মোড়কটা ভিন্ন’

‘সব তো এক ফ্যক্টরিরই মাল, শুধু মোড়কটা ভিন্ন’

Other

গত কিছুদিন যাবত বাংলাদেশের কিছু মানুষ প্রাণপণে প্রমান করার চেষ্টা করছেন যে বাংলাদেশের অবস্থা আসলে আফগানিস্তানের মতই।

আমিও তাদের সাথে একমত। সব তো এক ফ্যাক্টরিরই মাল৷ শুধু মোড়কটা ভিন্ন। মোড়কটা সরিয়ে ফেললেই একই রকম অন্ধকার।

একজন অধ্যাপক সাহেব কৌতুক করে বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশের বিমানবন্দরেও কাবুল বিমান বন্দরের মত দৃশ্য দেখা যাবে৷

উনার কথায় অনেকেই মজা পেয়েছেন।

যারা মজা পেয়েছেন তারা কি নিজেদের অন্তরের কুৎসিত জিঘাংসা প্রকাশ করছেন না? তারা কি প্রতিশোধের রাজনীতির কথা মনে করিয়ে দিচ্ছেন না? মনের সব অন্ধকার ফেসবুকে উগড়ে দিলে হবে? এগুলোকে ঢেকে ঢুকে নিয়ন্ত্রণে রাখাই তো সভ্যতা।

আরও পড়ুন:

প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে চলছে শতভাগ গণপরিবহন

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?

খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে আছেন বাংলাদেশে আসা ৯ জন


তাছাড়া আপনাদের এই উল্লাসে প্রশ্ন এসে যাবে একটা।

সু্ষ্ঠু নির্বাচনের পর দেশের মানুষকে যদি এরকম প্রান ভয়ে পালাতে হয় তাহলে সেই সুষ্ঠু নির্বাচন আসলে কতটা জরুরি?

news24bd.tv/ নকিব