ইউরোপের দেশ সাইপ্রাসের সাগর তলে গড়ে তোলা হয়েছে জীবন্ত এক বন। সেখানে সারি সারি গাছ ছাড়াও রয়েছে প্রায় ১শটি ভাস্কর্য। সমুদ্রের তলদেশে অভিনব এই মিউজিয়ামর নির্মাতা চিত্রকর জ্যাসন ডি কেইরেস টেইলর।
ভূমধ্যসাগরের তলদেশে গাছের ভাস্কর্য দিয়ে তৈরী করা হয়েছে নান্দনিক এক বাগান।
ইউরোপের দেশ সাইপ্রাসের উপকূলীয় অঞ্চল আইয়া নাপার পেরনেরা সৈকতের উপকূলে নির্মান করা হয়েছে এই জাদুঘর। দ্য মিউজিয়াম অব আন্ডারওয়ার্ল্ড স্কালপচার ইন সাইপ্রাস -মুসান নামের জাদুঘরটি রূপকার চিত্রকর জ্যাসন ডি কেইরেস টেইলর।
আরও পড়ুন
আফগানিস্তান: পলাতক আশরাফ গনিকে আশ্রয় দিয়েছে আরব আমিরাত
জুতা পায়ে দেয়ারও সুযোগ পাইনি: আশরাফ গনি
চট্টগ্রামে করোনায় একদিনে শনাক্ত ৩৪৮, মৃত্যু ৬
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইরান ও রাশিয়া
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আবাসস্থল ধ্বংস ও পরিবেশদূষণের বিষয়টি জাদুঘরে তুলে ধরার চেষ্টা করেছেন। সাগরতলের এই ‘ভাস্কর্য জাদুঘর’ এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মিউজিয়ামটি নির্মাণ বাবদ ইতিমধ্যে ১১ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে।
news24bd.tv রিমু