বিদ্রোহীদের হামলায় বুরকিনা ফাসোতে অন্তত ৪৭ জন নিহত, পাল্টা ৫৮ বিদ্রোহী হত্যা

বিদ্রোহীদের হামলায় বুরকিনা ফাসোতে অন্তত ৪৭ জন নিহত, পাল্টা ৫৮ বিদ্রোহী হত্যা

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় সামরিক বাহিনীর সদস্যসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় অঞ্চলে বুধবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় আরবিন্দা শহরের কাছে একটি এলাকায় বুধবার হামলা চালায় বিদ্রোহী যোদ্ধারা। ভয়াবহ এই হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩০ জন বেসামরিক মানুষ, ১৪ জন সরকারি সেনা এবং ৩ জন সরকারপন্থি মিলিটারি সদস্য রয়েছেন।

এসময় সরকারি বাহিনীর পাল্টা হামলায় ১৬ জন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তবে দেশটির একটি নিরাপত্তা সূত্রের দাবি, সরকারি বাহিনীর হামলায় নিহত বিদ্রোহীর সংখ্যা ৫৮ জন।

আরও পড়ুন:

প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে চলছে শতভাগ গণপরিবহন

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?

খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি


বুরকিনা ফাসোর সরকার জানিয়েছে, বুধবার সেনা কনভয়ে হামলা চালায় বিদ্রোহীরা।

কনভয়ে সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ ছিলেন। সরকারের পক্ষ থেকে হামলায় ৪৭ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সরকারের দাবি, নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৫৮ জন বিদ্রোহীকে হত্যা করেছে। বাকিরা পালিয়ে গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো, নাইজার এবং মালির বিস্তৃত এলাকাজুড়ে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জিহাদিদের হামলা বৃদ্ধি পেয়েছে।

news24bd.tv/ নকিব