আবারও কেঁপে উঠলো আফগানিস্তান

আবারও কেঁপে উঠলো আফগানিস্তান

অনলাইন ডেস্ক

গত কয়েকমাসে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। মার্কিন সৈন্যদের দেশে ফিরে যাওয়া থেকে আবারও দেশটিতে তালেবানের শাসন। দেশটিতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় দেশটির নাগরিক থেকে বিশ্বনাগরিকেরা। এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিলো ৪.৫। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল।

কাবুল থেকে তা প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন:

প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে চলছে শতভাগ গণপরিবহন

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?

খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি

বিদ্রোহীদের হামলায় বুরকিনা ফাসোতে অন্তত ৪৭ জন নিহত, পাল্টা ৫৮ বিদ্রোহী হত্যা


প্রসঙ্গত, গত ১৭ আগস্ট, মঙ্গলবারও দেশটিতে ভূকম্পন অনুভূত হয়। ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট নাগাদ অনুভূত হয়েছিল কম্পন। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প হল দেশটিতে।

news24bd.tv/ নকিব