মেসিকে জড়িয়ে আবারও বিতর্কে শার্লি এবদো

মেসিকে জড়িয়ে আবারও বিতর্কে শার্লি এবদো

অনলাইন ডেস্ক

আবারও বিতর্কিত কাণ্ডে আলোচনায় এসেছে ফ্রান্সের সাপ্তাহিক রম্য সাময়িকী শার্লি এবদো। আবারও তাদের প্রচ্ছদে ছাপা হয়েছে বিতর্কিত কার্টুন। এবার আফগানিস্তানের তালেবান বাহিনীকে আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসির জার্সিতে দেখিয়ে বিতর্কের মুখে পড়েছে তারা।

দীর্ঘদিন পর তালেবানদের ক্ষমতা গ্রহণ এবং পিএসজিতে মেসির চুক্তির যোগসূত্র তৈরি করে একটি বিতর্কিত প্রচ্ছদ ছাপিয়েছে শার্লি এবদো।

এর আগে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গ করেছিল সাময়িকীটি।

কার্টুনে দেখা যায়, বোরখা পরিহিত কয়েকজন নারী, আর তাদের পিঠে মেসির নাম ও জার্সির ৩০ নম্বর লেখা আছে। এছাড়া প্রচ্ছদের শিরোনামে লেখা হয়েছে,‌ তালেবান, তারা আমাদের ধারণার চেয়েও খারাপ। ‌ তবে এ প্রচ্ছদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মেসির ক্লাব পিএসজি।

আরও পড়ুন:

আবারও কেঁপে উঠলো আফগানিস্তান

প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে চলছে শতভাগ গণপরিবহন

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?

খুলছে না কুষ্টিয়ার লালন আখড়াবাড়ি ও শিলাইদহ কুঠিবাড়ি


উল্লেখ্য, ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীদের অর্থের জোগান দেওয়ায় অভিযুক্ত কাতারের আমির পরিবারের সঙ্গে পিএসজি প্রেসিডেন্ট নাসির আল খেলাইফির সম্পর্ক রয়েছে। পত্রিকাটি কার্টুনের মাধ্যমে এই তথ্যকেই সবার সামনে তুলে ধরেছে বলে ধারণা করা হয়েছে।

news24bd.tv/ নকিব