কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে তালেবান বাহিনী। এর আগে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫ হাজার মার্কিন নাগরিকদের সরিয়ে নিয়েছে মার্কিন সেনারা।
বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত সরিয়ে নেয়ার জন্য এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তালেবান বাহিনী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর থেকেই শহরটির মূল বিমানবন্দরে নৈরাজ্যকর পরিস্থিতি দেখা দিয়েছে।
এছাড়া বিমানবন্দরের চারদিকে মোতায়েনকৃত তালেবান যোদ্ধারা আফগানদের কাগজপত্র ছাড়া বিমানবন্দরে প্রবেশ করতে দিচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের অনুমতি দেয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
আরও পড়ুন:
প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে চলছে শতভাগ গণপরিবহন
মেসিকে জড়িয়ে আবারও বিতর্কে শার্লি এবদো
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?
এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র বলেছে, তারাও ইতোমধ্যে তাদের নাগরিক ও কিছু আফগানকে সরিয়ে নিয়েছেন।
news24bd.tv/ নকিব