পেটে গ্যাস জমে মারা গেলো রানী

পেটে গ্যাস জমে মারা গেলো রানী

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ার গ্রাম চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশ্বের সর্বকনিষ্ঠ গরু ‘রানী’ মারা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ফার্মটির প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু করেছিলেন খামারি। তবে এর আগে মারা গেল রানী।

 জানা গেছে,  খর্বাকৃতির এ গরুটির পেটে গ্যাস জমে মৃত্যু হয়েছে।  

আতিকুজ্জামান জুয়েল বলেন, আজ বৃহস্পতিবার সকালে রানী অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাণী চিকিৎসালয়ে নিলে চিকিৎসক গরুটিকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটে গ্যাস জমে এই গরু মৃত্যু হয়েছে।


আরও পড়ুন

কারাগারে থাকতে পারছেন না পরীমনি : আইনজীবী

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

গুরুতর অসুস্থ হেফাজত আমির, হাসপাতালে ভর্তি

অপেক্ষায় পরীমণির শতবর্ষী নানা এবং ভাই


news24bd.tv/এমি-জান্নাত