আফ গানিস্তান ‘ফিরছেন’ আশরাফ গনি

আফ গানিস্তান ‘ফিরছেন’ আশরাফ গনি

অনলাইন ডেস্ক

শিগগিরই নিজ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন টাকা নিয়ে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

বুধবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে এমন ঘোষণা দেন তিনি।

গনি বলেন, বর্তমানে আমি সংযুক্ত আরব আমিরাতে আছি। কিন্তু শিগগিরই আমার দেশ আফগানিস্তানে ফিরে আসব।

দেশে ফেরার বিষয়ে অন্যান্যদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান তিনি।

আফগানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, আমাকে কাবুল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আমি রাজধানীতে রক্তপাতের কারণ হতে চাইনি।

তিনি বলেন, আমরা কাবুলকে ধ্বংস করতে চাইনি কাবুলের জন্য শান্তি চেয়েছিলাম। আমি আশা করি আফগানিস্তানে যুদ্ধ শেষ হবে।

এই ব্যর্থতার জন্য আমাদের সশস্ত্র বাহিনী দায়ী নয়, রাজনীতিবিদরা দায়ী।

কাবুলের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে তালেবানের সঙ্গে আলোচনা করেছি বলে জানান গনি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর