দীর্ঘ ২১ বছর পলাতক থাকার পর র্যাবের হাতে গ্রেপ্তার হলেন জাসদ নেতা কাজী আরেফ আহমেদ খুনের মামলার পলাতক আসামি রওশন আলী উদয় মণ্ডল। গতকাল মধ্যরাতে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় পলাতক বাকী চার আসামিকেও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
কাজী আরেফ আহমেদ, মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে যার ভূমিকা ছিলো সর্বজনবিদিত।
তবে তার এ যাত্রা খুব বেশী লম্বা করতে দেয়নি দুষ্কৃতকারীরা। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার একটি জনসভায় বক্তব্যরত অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। এ মামলায় ২০০৪ সালে ১০ জনের ফাসির আদেশ দেয় আদালত। ২০১৬ তে তিনজনের ফাসি কার্যকর হলেও বেশকয়েকজন পলাতক রয়েছেন।
গত বুধবার রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে ফাসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী রওশন আলীকে গ্রেপ্তার করে র্যাব। এ বিষয়ে রাজধানীর কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সংস্থাটি।
এসময়, কথা বলেন ঐ ঘটনায় নিহত অন্যান্য পরিবারের সদস্যরা।
গ্রেপ্তারকৃত রওশন আলী চরপন্থী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলো বলে জানায় র্যাব। টাকার বিনিময়ে মানুষ হত্যা করা তার পেশা ছিলো বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
news24bd.tv/এমি-জান্নাত