বিমানের চাকায় পিষ্ট আফগান ফুটবলারের দেহ

বিমানের চাকায় পিষ্ট আফগান ফুটবলারের দেহ

অনলাইন ডেস্ক

তালেবানরা কাবুল দখলের পর দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠে কিছু আফগান নাগরিক। গত ১৬ আগস্ট কাবুল বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সি-১৭ সামরিক বিমানটিকে শত শত আফগান বেসামরিক নাগরিক ঘিরে ধরে।

মঙ্গলবার (১৭ আগস্ট) এ নিয়ে মার্কিন বিমানবাহিনী একটি বিবৃতিতে বলা হয়েছে, কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর উড়োজাহাজের চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।

সংস্থাটি জানায়, বিমানটি কাবুল বিমানবন্দর থেকে ছেড়ে কাতারের একটি বিমানঘাঁটিতে আসে।

সেখানেই বিমানটির চাকায় মানুষের দেহাবশেষ পাওয়া যায়।

আজ (বৃহস্পতিবার) জানা গেছে, এই দেহাবশেষ জাকি আনওয়ারির। তাঁর আরেক পরিচয়, তিনি ফুটবলার। আফগানিস্তানের হয়ে বয়সভিত্তিক জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।

কাবুল থেকে উড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর সি-১৭ সামরিক বিমানের চাকার মধ্যে আশ্রয় নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন আনওয়ারি। কিন্তু বিমানের চাকায় আটকে পড়েন তিনি। জীবনকে নিজের মতো করে আঁকার সুযোগ পাননি আনওয়ারি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আফগানিস্তান শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের মহাপরিচালকের অফিস।

তারা জানায়, বিমানের ল্যান্ডিং গিয়ারে পাওয়া দেহাবশেষ আনওয়ারির।

আরও পড়ুন:

বোরকা নয়, হিজাব বাধ্যতামূলক: তা লে বা ন

আফগানিস্তান ইস্যুতে চীন-রাশিয়া-ইরানের মতবিনিময়

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর