বগুড়ার সোনাতোলায় বিলুপ্তপ্রায় দেশের একমাত্র পারুল গাছের সন্ধান (ভিডিও)

Other

বগুড়ার সোনাতলায় খোঁজ পাওয়া পারুল গাছ নিয়ে বৃক্ষপ্রেমিদের আগ্রহ এখন তুঙ্গে। অনেকেই গাছের চারা তৈরির চেষ্টা করছেন স্থানীয়ভাবে। এছাড়া গাছটি সংরক্ষণের দাবিও জানিয়েছেন তারা।

সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের ওই গাছকে অনেক বিশেষজ্ঞ বিরল প্রজাতি হিসেবে চিহ্নিত করেছেন বলে জানান অধ্যক্ষ।

বিশেষজ্ঞরা গাছটিকে প্রায় বিলুপ্ত প্রজাতি বলছেন।

পারুলের সন্ধানে বাংলাদেশের অনেক বৃক্ষপ্রেমি আর গবেষক, বিভিন্ন দেশ চষে বেড়িয়েছেন। যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খানের বই পারুলের সন্ধানে-সহ বিভিন্ন বইয়ে এর প্রমাণও মেলে। তবু এই গাছ খুঁজে পাননি কেউ।

বগুড়ার সোনাতলা উপজেলায় সরকারি নাজির আখতার কলেজের গাছটি শতবর্ষী হিসেবেই চিহ্নিত।

চরম সংকটাপন্ন এই প্রজাতির চারা তৈরির চেষ্টা করছেন স্থানীয়রা। তাদের দাবি, গাছটি সংরক্ষণে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হোক।

একে দেশের একমাত্র পারুল গাছ হিসেবে দাবি করেছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহবুবুল ইসলাম।

আরও পড়ুন


একই শরীরে আপনি কারিনা, জরিনা, সিদ্দিকা সবাইকে চাইতে পারেন না

কথিত মডেল পিয়াসা কোথায় পেল উজি, জানালেন আদালতকে

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

বাবুনগরীর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তার জনপ্রিয়তা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্ব কুমার রায় বলছেন, এই প্রজাতির সন্ধান কোথাও মেলেনি।

কথিত আছে, নাজির আখতার কলেজের প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল হুদা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে পারুলের দুটি চারা এনেছিলেন। যার একটিকে বাঁচানো যায় সেসময়।

news24bd.tv এসএম