আকাশে যুদ্ধবিমানের টহল, আফগান ছাড়ছেন মার্কিন সেনারা

ফাইল ছবি

আকাশে যুদ্ধবিমানের টহল, আফগান ছাড়ছেন মার্কিন সেনারা

অনলাইন ডেস্ক

তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাবুল ছাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি সৈন্যরা। যুক্তরাষ্ট্রের এই অভিযানের মধ্যেই সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের আকাশে টহল দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।

এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, মার্কিন যুদ্ধবিমানগুলো কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে। যেকোনো হুমকি থেকে আমাদের লোকজনের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধবিমানগুলো কাজ করছে।

এদিকে ইরানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, গত ২০ বছরে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক উপস্থিতির কারণে যেসব মানুষ হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে।

প্রায় দুই দশক আগে আফগানিস্তানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধ এবং দেশটির সামরিক বাহিনীকে শক্তিশালী করার অজুহাতে দেশটি দখল করে মার্কিন বাহিনী।

আরও পড়ুন:

আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি

বাবুনগরীর জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তার জনপ্রিয়তা

ইউএনও’র বাসায় হামলা: পুলিশও হুকুমের আসামি করেছে মেয়র সাদিক আবদুল্লাহকে

ভয়ঙ্কর সেই উজি অস্ত্রের বিষয়ে যা বললেন পিয়াসা


আফগান যুদ্ধে মোট অর্থ খরচের হিসাব করতে যেয়ে ব্রাউন ইউনিভার্সিটির এক প্রতিবেদনে দেখা যায়, ২০০১ সাল থেকে আফগানিস্তানে ২.২৬ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

news24bd.tv/ নকিব